শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | গ্রুপ সি ২৫ এবং গ্রুপ ডি ২০ হাজার, চাকরিহারা অশিক্ষক কর্মীদের ভাতা দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রী মমতার

AD | ২৬ এপ্রিল ২০২৫ ১৬ : ৪২Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা হয়েছিলেন ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী। মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের পর ৩১ ডিসেম্বর পর্যন্ত অযোগ্য চিহ্নিত হননি এমন শিক্ষকদের স্কুলে পড়ানোর অনুমতি দিয়েছে আদালত। কিন্তু অশিক্ষক কর্মীদের ভাগ্যের শিকে ছেঁড়েনি। এ বার অশিক্ষক কর্মীদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। 

শনিবার নবান্নের সভাঘরে চাকরিহারা অশিক্ষক কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানেই চাকরিহারাদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। জানান, চাকরিহারাদের জন্য রাজ্য সরকার ব্যথিত। আদালতের রায় অমান্য করা সম্ভব নয়। তবে কীভাবে তাঁদের সংসার চলবে, তা নিয়ে রাজ্য সরকারও চিন্তিত। তাই তাঁদের জন্য বিকল্প বেতনের প্রস্তাব দেন মমতা। চাকরিহারা গ্রুপ কর্মীদের মাসিক ২৫ হাজার এবং গ্রুপ ডি চাকরিহারাদের জন্য ২০ হাজার টাকা আর্থিক সাহায্য করবে রাজ্য সরকারের শ্রমদপ্তর। এর সঙ্গে শিক্ষাদপ্তরকে যুক্ত করছে না রাজ্য। 

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, আদলতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই টাকা দেওয়া হবে। এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, মে মাসেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হবে। শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অশিক্ষক কর্মীদের জন্যও দাখিল হবে রিভিউ পিটিশন। 

গত সোমবার থেকে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে ধর্না শুরু করেছিলেন চাকরিহারা শিক্ষকরা। এরপরেই গত মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে তিনি জানান, মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে চাকরিহারাদের পাশে রয়েছে এবং তাঁর নির্দেশে চাকরিহারাদের স্বার্থে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর সর্বক্ষণ কাজ করে চলেছে। চাকরিহারাদের আশ্বস্ত করে শিক্ষামন্ত্রী জানান, দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছে রাজ্য সরকার। একই সঙ্গে ব্রাত্য মনে করান, গোটা বিষয়টি এখনও বিচারাধীন, তাই সুপ্রিম কোর্টের বিচারপতিদের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে দায়বদ্ধ। 


নানান খবর

নানান খবর

বসিরহাটের রেল বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বহু বাড়ি

মুখ্যমন্ত্রীর সফরের আগেই বড় সাফল্য, জাফরাবাদ জোড়া খুনে ফের পুলিশের জালে ১ অভিযুক্ত 

একটু পরেই সাত জেলায় কালবৈশাখী, ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে থাকবে বৃষ্টির তাণ্ডব

মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা, আসছেন ৭০০ কোটি টাকার উপহারের ডালি নিয়ে 

মাধ্যমিকের ফলপ্রকাশের পরদিনই উত্তীর্ণ পড়ুয়ার রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য 

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

সোশ্যাল মিডিয়া